হাইলাকান্দি কালিবাড়ী রোডের সুষমা উৎসব ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে বাংলা নিউজ ম্যাগাজিন হাইলাকান্দি র শারদ সংখ্যার উন্মোচন করেন বিশিষ্ট ব্যাক্তিরা ।। এ উপলক্ষে অমিত রঞ্জন দাসের পৌরোহিত্যে অনুষ্টিত সভায় বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তা জানান বৌদ্ধিক বিকাশ না হলে কোন সমাজ প্রতিষ্ঠা পায়না।আর গত উনত্রিশ বছর থেকে হাইলাকান্দি এই দ্বায়িত্ব পালন করে আসছে।হাইলাকান্দি নিউজ ম্যাগাজিন ভবিষ্যৎ প্রজন্মের জন্য গবেষণার দলিল হয়ে থাকবে বলে মত ব্যাক্ত করেন। এদিনের অনুষ্ঠানে হাইলাকান্দি জেলা বিজেপি সভাপতি স্বপন ভট্টাচার্য, হাইলাকান্দি এস এস কলেজের বাংলা বিভাগের অধ্যাপিকা মমতাজ বেগম বড়ভুঁইয়া, কবি আশুতোষ দাস, ড্রিমস সভাপতি গৌতম গুপ্ত, প্রবীন সাংবাদিক সন্তোষ মজুমদার, সংস্কৃতি কর্মী সুদর্শন ভট্টাচার্য, সাংবাদিক শতানন্দ ভট্টাচার্য, কবির মজুমদার, শংকর চৌধুরী বিজয়িনী ভট্টাচার্য, মহেশ্বতা দেব, রফি আহমেদ মজুমদার, বদরুল ইসলাম রুবুল, নজমুল ইসলাম তাপাদার , রনজিৎ ঘোষ, জহর নাথ,জিতেন্দ্র নাথ প্রমুখ অংশ নিয়ে হাইলাকান্দি নিউজ ম্যাগাজিনের শ্রীবৃদ্ধি কামনা করেন বক্তব্য রাখেন। প্রত্যেক বক্তাই তাদের বক্তব্যে হাইলাকান্দি নিউজ ম্যাগাজিন গত আটাশ বছর থেকে যে ভাবে ধারাবাহিক ভাবে বের হয়ে আসছে তা অত্যন্ত গৌরবের বলে মন্তব্য করেন ।।শুরুতে সবাইকে স্বাগত জানিয়ে হাইলাকান্দি ম্যাগাজিনের ইতিহাস তুলে ধরেন নুরুল মজুমদার ।।তিনি আর্থিক টানাপোড়েনের মধ্যে আটাশ বছর আগে হাইলাকান্দির প্রথম সংখ্যা প্রকাশের কথা তুলে ধরে আগামীতে আরও আকর্ষণীয় ম্যাগাজিনের প্রকাশে সকলের সহযোগিতা চান।।।এর আগে ম্যাগাজিন গোষ্ঠীর পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয় ।। এদিনের সভায় বিভিন্ন বক্তা তাদের বক্তব্যে বলেন, জেলার নামে প্রকাশিত ম্যাগাজিনটি সমাজ ও সাহিত্যের আঙিনায় জেলার মুখ উজ্বল করে যাচ্ছে ।,হাইলাকান্দি নিউজ ম্যাগাজিন শুরু থেকেই এক দুঃসাহসিক অভিযান চালিয়ে যাচ্ছে।এই অভিযান অব্যাহত থাকবে বলে আশা ব্যাক্ত করেন তারা।।
Youtube link: